আমি তোমার স্মরণ করে গজল Ami Tomay Soron Kore Gojol

 আমি তোমার স্মরণ করে গজল


আমি তোমায় স্মরণকরে, নাত লিখে যাই হৃদয়ে 

তুমি দেখা দিও নবী আমায় স্বপ্নে এসে । (২বার )


আমি আল কুরআন পড়ে যায়,

আল্লাহ বলেন আমায়,নবী কে ভালোবাসো,

আমায় ভালোবাসা হয়। 


আমি তোমায় স্মরণকরে, নাত লিখে যাই হৃদয়ে 

তুমি দেখা দিও নবী আমায় স্বপ্নে এসে । (২বার )



আমি আশায় আছি নবী, কবে যাবো মাদিনা 

আমার মনের আশা নাবী ,তুমি পুর্ন করো না।


আমি তোমায় স্মরণকরে, নাত লিখে যাই হৃদয়ে 

তুমি দেখা দিও নবী আমায় স্বপ্নে এসে । (২বার )


আমি দেখবো মাদিনা নায়া,, আমার মনের বাসনা।

কবে যাবো গো আমি ঔ নুরে মাদিনা।



আমি তোমায় স্মরণকরে, নাত লিখে যাই হৃদয়ে 

তুমি দেখা দিও নবী আমায় স্বপ্নে এসে । (২বার )

Post a Comment

Previous Post Next Post

Contact Form